‘আমাদের ভালো মানুষ হওয়ার জন্যে শপথ নিতে হবে’

ফরিদগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে চিত্রাংকন ও

আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠানে পরিকল্পনা সচিব নূরুল আমিন

 

আনিছুর রহমান সুজন,ফরিদগঞ্জ প্রতিনিধি:

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুজিব বর্ষে শুধু অনুষ্ঠান করলেই চলবে না, আমাদের ভাল মানুষ হওয়ার জন্য শপথ নিতে হবে।

আমাদের দেশে নারীরা এগিয়ে আসছে। তাই আর পিছিয়ে থাকার সুযোগ নেই। লেখা পড়ার সাতে সাথে সহশিক্ষা পাঠ্যক্রমে নিজেদের আরো বেশি অংশ গ্রহণের মাধ্যমে এগিয়ে নিতে হবে।

http://picasion.com/মুজিব বর্ষ উপলক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জের সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকণ ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেন সরকারের পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল হুদা পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি, সহকারি কমিশনার (ভ‚মি) শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি।

এছাড়া উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল্যা আল মামুন , ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান , সাবেক ইউপি চেয়ারম্যান রমজান আলী খাঁন প্রমুখ। এর আগে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।