নিউজ ডেস্ক :
পহেলা অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বৃহস্পতিবার সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে ফ্লাইট।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট থেকেও কেনা যাবে টিকিট। এর পাশাপাশি টিকিট পাওয়া যাবে ট্র্যাভেল এজেন্ট ও বিমানের বিক্রয় কাউন্টার থেকেও। এর আগে চলতি বছর ৪ জুলাই করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্থগিত করা হয় সিঙ্গাপুরের সঙ্গে বিমানের ফ্লাইট।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
২৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. ১০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ সফর ১৪৪২ হিজরি, শুক্রবার