

মো.জাকারিয়া খান জাহিদ,স্টাফ রিপোর্টার :
‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ অক্টোবর (সোমবার) সকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির উদ্যোগে জুম ক্লাউড মিটিং অ্যাপে আয়োজিত ওই ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, শিশুর মানবিক বিকাশ, শিশুর প্রতি সহিংসতা রোধ, শিশুদের শিক্ষা, আচার আচরণ, মোবাইল আসক্তি প্রভৃতি বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মেহেদি হাসান ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণসহ কয়েকজন শিশু অংশ নেন।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না
০৫ অক্টোবর ২০২০ খ্রি. ২০ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৭ সফর ১৪৪২ হিজরি, সোমবার
