দোহারে লায়ন্স ক্লাবের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধ :

ঢাকার দোহারের জয়পাড়া বেগম আয়েশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে লায়ন্স ক্লাবের উদ্দ্যোগে ১০১ টি শহীদ মিনার গড়ার অংশ হিসেবে ১০ নম্বর শহীদ মিনার উদ্ভোধন করেন লায়ন্স ক্লাবের অতিথি বৃন্দ।

জয়পাড়া এলাকায় রাস্তায় পথচারীদের মাঝে প্রায় ২০ হাজার মাস্ক ও ৫ শতাধিক ক্যাপ বিতরণ করা হয়।

এর পর জয়পাড়া বেগম আয়েশা শপিং কমপ্লেক্স ভবনের ২য় তলায় দোহার গণকল্যান সোসাইটির আয়োজনে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের কেন্দ্র উদ্বোধন নগদ টাকা প্রদান এবং অসহায় দুস্ত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দুপুরে অসহায় বেদে পল্লীর শতাধিক পরিবারের মাঝে শীত বস্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

 এ সময় লায়ন্স আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার,ডাঃ শহিদুল ইসলাম, নিখিল চন্দ্র গুহ,ইন্জিনিয়ার মোস্তফা কামাল