শিবচরে ৪৪ টি ঘর পেলো ভূমি ও গৃহহীন পরিবার

 

রোমান শিকদার, স্টাফ রিপোর্টার :

মাদারীপুর জেলার শিবচরে ভূমি ও গৃহহীন ৪৪ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ‘ঘর ও জমি’ বুঝিয়ে দেয়া হয়েছে। শনিবার(২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদান অনুষ্ঠান উদ্বোধনের পরই উপজেলার উপকারভোগীদের মাঝে এ ঘর ও জমির কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়।

শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘর প্রদান উপলক্ষ্যে উপজেলার নূর ই আলম চৌধুরী অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্থানের ভূমি ও গৃহহীন ৪৪ টি পরিবার উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এ উপহার বুঝে নেন। উপজেলা মোট ২৬৬ টি ঘর বরাদ্দ হয়েছে। এর মধ্যে ৪৪ টি ঘরের কাজ সম্পূর্ণ হওয়ায় গৃহহীন পরিবারের মাঝে ঘর এবং ২ শতাংশ জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন,’মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই আমরা ৪৪ টি পরিবারের হাতে তাদের উপহার বুঝিয়ে দিয়েছি। বাকী ঘরগুলোর নির্মান কাজ শেষ হলে পর্যায়ক্রমে গৃহহীনদের মাঝে বিতরণ করা হবে।’