সিদ্দিকুর রহমান প্রামানিক
বাংলাদেশের রেলওয়ের লেভেলক্রসিং এ মৃত্যর সংখ্যা যেন পাল্লা দিয়ে বেড়েই যাচ্ছে এত ঝরে যাচ্চে শত শত প্রান। আর কত মৃত্যুর মিছিল হলে নড়েচড়ে বসবে রেল বিভাগ। দুর্ঘটনা এড়াতে এসব অরক্ষিত লেভেল ক্রসিংয়ে জরুরী ব্যবস্থা গ্রহন প্রয়োজন সচেতন নাগরিকরা এটাই আশা করছেন ।
দেশের বিভিন্ন রেল ক্রসিং দিয়ে প্রতিদিনই পারাপার হচ্ছে শ্যালো ইঞ্জিনিচালিত ভটভটি, বালুবাহী ট্রাক, ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান, মোটরসাইকেলসহ শত শত যানবাহন ও মানুষ। লেভেলক্রসিংয়ের মধ্যে বেশির ভাগই অরক্ষিত রেল ক্রসিং দিয়ে প্রতিনিয়ত এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন ও মানুষজন।
এসব অরক্ষিত রেল ক্রসিংয়ে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অনেক ট্রাফিক রেলগেটে গেটম্যান নেই। সেগুলো শুধুমাত্র সতর্কতামূলক সাইনবোর্ড দেখেই পারপার হতে হয়। কিন্তু এ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগই লক্ষ্যকরা যায় না।
রেল ভ্রমণে আগের থেকে বর্তমানে অনেক বেশি মানুষের যেমন আস্থা ফিরেছে, ঠিক তেমনই এসব দুর্ঘটনায় রেল ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে মানুষজন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অরক্ষিত রেলগেটগুলোর দিকে নজর দেবেন বলে আশা করছি।