

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ ( ঢাকা)
ঢাকার দোহার উপজেলায় গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। রোববার বিকেলে উপজেলার নূরপুর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লার ব্রাক্ষ্মণপাড়া গঙ্গানগর এলাকার মৃত ইউনুস ওরফে মানিক মিয়ার ছেলে মো. শফিকুল ইসলাম(২৫), ব্রাক্ষনবাড়িয়া কসবা উপজেলার নোয়াগাঁও এলাকার মো. টুনু মিয়ার ছেলে মো. শিপন(৩০) ও একই উপজেলার ফুলতলি এলাকার হুমায়ুন কবিরের ছেলে মো. রোমান (৩৮)। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের ধরতে এসআই মো. আনোয়ার হোসেন, এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার, এএসআই নিত্যনন্দ রায়, মো. আলীমুজ্জামান সহ পুলিশের একটি দল নূরপুর এলাকায় ক্রাউন সিমেন্টের ডিলার পয়েন্টের সামনে আগে থেকে ওৎ পেতে থাকে।
এসময় মাদক ব্যবসায়ীরা স্থানীয় এক অটোবাইকে চড়ে ৫টি প্যাকেটের মধ্যে চার কেজি করে মোট ২০ কেজি গাঁজা নিয়ে এ রাস্তা দিয়ে ঘটনাস্থলে এলে গাঁজাসহ তাদের তিনজনকে আটক করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। তাদের সবার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, দোহার উপজেলাকে মাদকমুক্ত রাখতে দোহার থানা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
