শিবচর উপজেলা প্রতিনিধি :
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল দুর্ঘটনায় দৈনিক জবাবদিহি পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি জায়েদ ইবনে শহিদ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারী), সন্ধার দিকে শিবচর উপজেলার শিবচর-পাঁচ্চর সড়কের পৌর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সাংবাদিক জায়েদ ইবনে শহিদ মোটরসাইকেলযোগে শিবচর থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌর এলাকায় পৌঁছলে শিবচর-পাঁচ্চর সড়কে পাশে থাকা গাছের সাথে ধাক্কা লাগলে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে তিনাকে নিকটস্থ একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠান।
জায়েদ ইবনে শহিদের বাবা জানান, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার কারণে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়েছে।
প্রিয়সময়/মাজহারুল