শিবচরে সড়ক দুর্ঘটনা ব্যবস্থাপনায় ভূমিকা রাখার জন্য শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) এর সম্মাননা-স্মারক পেলেন মোঃ আব্দুল্লাহেল বাকী

মাজহারুল ইসলাম (রুবেল), স্টাফ রিপোর্টার :

শিবচরে সড়ক দুর্ঘটনায় ব্যবস্থাপনা, সড়ক দুর্ঘটনা হ্রাস, মহাসড়কের শৃংখলা রক্ষা, দ্রুত মামলা নিষ্পত্তি সহ জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ের সার্বিক মূল্যায়নে শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে মার্চ -২০২৩ ইং নির্বাচিত হয়েছেন মাদারীপুর রিজিয়নের শিবচর হাইওয়ে পুলিশের এসআই মোঃ আব্দুল্লাহেল বাকী।

গত শনিবার (১৫ এপ্রিল) হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়নের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র রিজিয়নের পুলিশ সুপার জনাব মোঃ মাহবুবুল আলম।

কল্যাণ সভায় ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণে স্বাস্থ্য সেবা, অবকাঠামো উন্নয়ন, যানবাহনের মানোন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধিকরণের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সমস্যা উপস্থাপন এবং সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। কল্যান সভা শেষে একই সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মোঃ এমরান আলী , অতিঃ পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর, জনাব মোঃ মারুফ হোসেন, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে সার্কেল, ফরিদপুর সহ সকল হাইওয়ে থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন শাখার ইনচার্জগণ।

উক্ত সভায় পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। এবং সড়ক দুর্ঘটনা হ্রাস, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মহাসড়কের শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং কর্যক্রম, কমিউনিটি পুলিশিং কার্যক্রম, দ্রুত মামলা নিষ্পত্তি সহ জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

সভার শেষ পর্যায়ে গত মাসের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে ও শিবচরে সড়ক দুর্ঘটনা ব্যবস্থাপনায় ভূমিকা রাখার জন্য আব্দুল্লাহেল বাকী কে সম্মাননা-স্মারকসহ শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ, শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র), শ্রেষ্ঠ সার্জেন্ট দের ক্রেস্ট প্রদান করেন অত্র রিজিয়নের সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম।

প্রিয়সময়/মাজহারুল