মাকসুমুল মুকিম :
ঢাকার দোহার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো: মামুন খান। তিনি গত ০৩ সেপ্টেম্বর এ পদে যোগদান করেন। ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।
তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে প্রথমে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় এবং পরবর্তীতে গোপালগঞ্জ সদর উপজেলায় অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের পূর্বে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক হিসেবে প্রথমে ভোলা সরকারি কলেজ এবং পরবর্তীতে সরকারি বিএম কলেজ, বরিশালে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মোঃ মামুন খান ব্যক্তিগত জীবনে বিবাহিত ও ০২ পুত্র সন্তানের জনক।
তিনি মির্জাগঞ্জ উপজেলার কিসমত শ্রীনগর আদর্শ হাই স্কুল থেকে ২০০৪ সালে কৃতিত্বের সঙ্গে এসএসসি এবং ২০০৬ সালে কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে কৃতিত্বের সঙ্গে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। মো: মামুন খান বলেন, দোহার উপজেলার সর্বস্তরের মানুষের ভূমিসেবা দিতে আমি সবসময় প্রস্তুত আছি। সেবাপ্রার্থীরা যেকোনো সমস্যা নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও সেবা সহজীকরণে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।