

জিএম মুছা :
আকাশে এখন মেঘের ঘনঘটা
নদীতে তুফান ভারী,
ভাসিতেছে নৌকা সারি সারি
মহা এই দুর্যোগ করিতেছে আহাজারি,
জোয়ারের পানি ভরে যদি ফসলের মাঠ,
লাঙলের ফলায় উঠবে মাটি চাষ হবে মাঠঘাট,
কি করে মাঝি মাল্লায় দেবে তারা নদী পাড়ী তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে আছে যেথায় যারা,
ডান বাম মশাল হাতে এগিয়ে যাবে তারা,
খুব তাড়াতাড়ি হবে ফরমান জারি,
নদীতে এখন দেখি শঙ্কা যে ভারী
কাঁপিতেছে বুক তাই দুরু দুরু,
গায় গান মনে মনে সব জারি সারি
অথৈ জলের নদী পাড়ি দিতে তারি
খেলার মাঠের সেই খেলাটি হবে বুঝি এখন তাই শুরু []

