পঞ্চগড়ের তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে থেকে ট্রাক চুরি

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে থেকে একটি ১০ চাকার ট্রাক চুরির অভিযোগ উঠেছে। সোমবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার ভজনপুর বাজারে তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়ক থেকে ট্রাকটি চুরি যাওয়ার ঘটনাটি ঘটে। এ ঘটনায় চুরির অভিযোগ এনে ট্রাক মালিক সমারু তেঁতুলিয়া মডেল থানায় একটি জিডিমূলে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, চুরি যাওয়া ১০ চাকার ট্রাকের চালক বুলবুল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার সময় ভজনপুর বাজারের তেঁতুলিয়া পেট্রোল পাম্পের সামনে (ঢাকা মেট্রো-ট-২০-২৭১৩) গাড়িটি রেখে বাড়িতে যান। সোমবার সকাল ৮টার সময় মালিক সমারু ও চালক বুলবুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখেন, ট্রাকটি সেখানে নেই।

তারা বিভিন্ন স্থানসহ আশপাশের এলাকায় খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবগত করেন। পরে তেঁতুলিয়া মডেল থানায় বাদী হয়ে সমারু একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ট্রাক মালিক সমারু জানান, খোঁজাখুঁজির পরও ট্রাকটি পাওয়া যাইনি, এখনো খোঁজাখুঁজি করছি। বিষয়টি পঞ্চগড় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতিকে জানানো হয়েছে। সবাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক আমি আমার ট্রাক হারানোর বিষয়ে তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী, অভিযোগের বিষয়টি নিশ্চিত করে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানান।