প্রেস বিজ্ঞপ্তিঃ
গুম- খুনসহ জনগণের ওপর বেপরোয়া নিপীড়ন-নির্যাতনের প্রতিশোধ নিতে এবার ভোট বর্জন করবে জনগণ এমন মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী বলেছেন, এ সরকার গত ১৫ বছর ধরে জনগণের উপর যে নিপীড়ন-নির্যাতন চালিয়েছে তার লোমহর্ষক স্মৃতি নিয়ে শেখ হাসিনার অধীনে ভোট বর্জনসহ সরকারি সকল কাজে জনগণ অসহযোগিতা করবে।
তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে বাকশালি ব্যবস্থার চূড়ান্ত করতে একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায়। তবে এই ফ্যাসিস্ট সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে, দেশের অর্থনীতি, শিক্ষানীতি, ধর্মনীতি ধ্বংস হয়ে যাবে।
তিনি আরো বলেন, দেশ রক্ষা, গণতন্ত্র পূণরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য শেখ হাসিনা সরকারকে বিদায় করতে হবে। যদি এই আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে না পারি তাহলে বাংলাদেশ আবারও পরাধীনতার ছায়া নেমে আসবে।
তিনি দেশবাসীকে ভোট বর্জন সহ গণতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর -২৩) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।