মানবতা যেখানে ধ্বংস
সেখানে জাগ্রত বিবেক
লজ্জায় মুখ ঢেকে রাখে।
চেতনাবোধ যখন ঘুমন্ত
দুষ্টের দল তামাসা করে;
অবশ বিবেকের হাসি মুখে।
দুর্নীতি, মিথ্যাচারিতা প্রকাশিত হয় না
তাই চেতনাহীন মানুষের ভিড় বেড়েছে;
আবার কারো কারো চেতনা মরে যায়নি;
তবু একদিন চেতনা ফিরবে,
জাগ্রত বিবেক সম্বিত ফিরে পাবে,
আর রক্ষা পাবে এ ধরণী।
২৭/৩/২০২৪