রংপুর ব্যুরো
রংপুর মহানগরী ও মিঠাপুকুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
মৃতরা হলো- মর্ডান ঘাঘটপাড়া এলাকার আনিসুলের ছেলে মোরসালিন আহমেদ জিম (১০) এবং রতন মিয়ার মেয়ে আরশি বেগম (১২), মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে আয়শা সিদ্দীকা (৯) ও মুকুল মিয়ার মেয়ে আয়াত খাতুন (৮) এবং একই উপজেলার ছড়ান পশ্চিম বড়বালা গ্রামের এরশাদুল হকের মেয়ে মেফতাহুল জান্নাত মাইশা (১)।
গত বুধবার পৃথক ঘটনায় রংপুর মহানগরীর দর্শনা ভুরারঘাট, মিঠাপুকুরের পায়রাবন্দ আঠারোকোটা ও একই উপজেলার পশ্চিম বড়বালা এলাকায় এসব ঘটনা ঘটে। এতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর নগরীর দর্শনা ভুরারঘাট এলাকায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে ঘাঘটপাড়া এলাকার আনিসুলের ছেলে মোরসালিন আহমেদ জিম (১০) এবং রতন মিয়ার মেয়ে আরশি বেগমের (১২) মৃত্যু হয়। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। দুইজনই স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।
অপরদিকে বুধবার দুপুরে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আঠারোকাটা গ্রামে ঘাঘট নদীতে ডুবে স্থানীয় ইসমাইল হোসেনের মেয়ে আয়শা সিদ্দীকা (৯) ও মুকুল মিয়ার মেয়ে আয়াত খাতুন (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়াও মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নের পশ্চিম বড়বালা গ্রামে সকাল ৮টার দিকে এরশাদুল হকের মেয়ে মেফতাহুল জান্নাত মাইশা (১) বাড়ির উত্তর পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন আরপিএমপি তাজহাট থানার ওসি রবিউল ইসলাম ও মিঠাপুকুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ।
প্রকাশিত : বৃহস্পতি বার, ২৭ জুন ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার