পটুয়াখালীর কলাপাড়ায় সর্বস্তরে শান্তি ও সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাকারিয়া জাহিদ , কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : চলমান ঘটনা প্রবাহমান পরিপ্রেক্ষিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সর্বস্তরে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিএনপি, জামায়েত ইসলামী, ধর্মীয় ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দরবার হল পায়রা মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম সভাপতিত্বে বক্তব্য রাখেন, মেজর মেহেদী হাসান, বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু তালুকদার, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী, উপজেলা যুবদলের সদস্য সচিব চেয়ারম্যান মজিবুর রহমান ফকির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কাইয়ুম, কলাপাড়া উপজেলা কোটা আন্দোলনের সমন্বায়ক সাইফ আল রেদওয়ান,হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা: সুভাষ চন্দ্র প্রমুখ।

বক্তারা বলেন, যেকোনো মূল্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি ধরে রাখা ও আইন-শৃঙ্খলা স্বাভাবিকরা করার আহ্বান জানানো হয়।

শুক্রবার, ০৯ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়