লুটপাটের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিসের সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার পদত্যাগের খবরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) হিসেবে অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

গত ৫ আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। এদিকে, বিভিন্ন থানায় আক্রমণ করে লুট করা হয় পুলিশের অস্ত্র। এ অবস্থায় বিলকিস জাহান শিরিন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা জনগণের নামে লিখে দেয়া ১০ কোটি টাকা মূল্যের একটি পুকুর দখল করেছেন। বিষয়টি নিয়ে রোববার বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এর পরপরই বিএনপির শীর্ষ নেতৃত্ব এমন একটি সিদ্ধান্তের কথা জানালো।

রোববার, ১১ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়