মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ : ঢাকার দোহারে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত হয়েছে।
গত কাল সকালে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর সেমিনার কক্ষে গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি আয়োজনে এ মাতৃদুগ্ধ সপ্তাহ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জসিম উদ্দীন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ানোর উপকারিতা ,শালদুধের প্রয়োজনীয়তা এবং প্রক্রিয়াজাত দুধের ক্ষতিকারক দিক সম্পর্কে বলেন। তিনি বলেন বুকের দুধ আল্লাহ থকে প্রদত্ত একটি নেয়ামত যার শিশুর শারীরিক কার্যক্রম চলা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার সকল ভিটামিন ও মিনারেলস বিদ্যমান থাকে। এছাড়া তিনি কর্মজীবী পিতামাতার ক্ষেত্রে মাতৃদুগ্ধনিশ্চিতকরনে পরিবারের সদস্যদের সহযোগিতা ও কর্মক্ষেত্রে সঠিক পরিবেশ তৈরি করার জন্যে সবাইকে অনুরোধ করেন।
গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপির স্বাস্থ্য কর্মকতা রনি আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ইসমাত জাহান লাকী, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রন, ডা: নুসরাত তারিন তন্নি এবং হাসপাতালের নার্স সহ আরো অনেকে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন দোহার সিডিপির মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ানুল হাসান। তিনি বলেন, গুড নেইর্বাস একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী ও শিশু অধিকার বিষয়ক উন্নয়ন সংস্থা। এটি সার্বজনীন প্রাথমিক শিক্ষার বিশেষ অবদানের জন্য ২০০৭ সালে গউএ২ সনদ অর্জন করে। গুড নেইবারস্ বাংলাদেশ ১৯৯৬ সাল থেকে বাংলাদেশের ১৩টি জেলার ১৭টি প্রকল্পে দরিদ্র, অব হেলিত ও পিছিয়ে পড়া নির্দিষ্ট জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি মূলত দোহার উপজেলায় শিশু, যুব ও নারীদের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও আয় বৃদ্ধিমূলক কর্মকান্ড পরিচালনা করে। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ যার উদ্দেশ্য হলো মায়েদের দুধ খাওয়ানোর বিষয়ে সচেতনা সৃষ্টি ও উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রচারঅভিযান চালানো হয়। তারই ধারাবাহিকতায় গুড নেইবারস্ বাংলাদেশ দোহার সিডিপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগিতায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ট ইসমাত জাহান লাকী ,তিনি বলেন, “আর্লি ইনিসিয়েশন অফ ব্রেস্ট ফিডিং” কন্সেপ্ট নিয়ে সবাইকে অবহিত করেন এবং ৬ মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর জন্য মায়েদের বলেন। এছাড়া বক্তব্য প্রদান করেন মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রন, ডা: নুসরাত তারিন তন্নি।
সোমবার, ১২ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়