চাঁদপুরের সড়কে ফিরলো ট্রাফিক সদস্যরা

সাইদ হোসেন অপু চৌধুরী-চাঁদপুর :

চাঁদপুরের সড়কে দায়িত্ব পালন শুরু করেছে ট্রাফিক পুলিশ। প্রায় ৬ দিন পর কর্তব্য কর্মে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে চাঁদপুর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক সদস্যরা। তবে এখনো সড়কে শৃঙ্খলা ধরে রাখতে পুলিশকে সহযোগিতা করছেন শিক্ষার্থী, স্কাউট ও বিএনসিসির সদস্যরা।

মঙ্গলবার সকাল থেকে শহরের কালিবাড়ি মোড়, ছায়াবানী মোর, বাসস্ট্যান্ড, ওয়ারলেস পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ থেকে স্কাউট ও বিএনসিসি সদস্য ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ইতোমধ্যে সরিয়ে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

চাঁদপুর জেলা ট্রাফিকের সার্জেন্ট আল নাহিয়ান বলেন, কোটা-বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। ফলে চাঁদপুরসহ সারাদেশের সড়কে ট্রাফিক পুলিশদের দেখা যায়নি। সড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজে নামেন শিক্ষার্থীরা। সারাদেশের ন্যায় চাঁদপুরে সড়কগুলোতে ট্রাফিক পুলিশ না থাকায় দায়িত্ব পালন করার শিক্ষার্থীদের আমি ধন্যবাদ জানাই। আশা করি, আমরা জনগণের সেবায় সুন্দরভাবে কাজ করতে পারবো।

সোমবার, ১২ আগস্ট ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়