মো: আব্দুল করিম, শেরপুর : বাংলাদেশে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে পতন আওয়ামীলীগ সরকারের। কোটা আন্দোলনের জেরেই গত ৫ আগস্ট একদল দুর্বৃত্ত শেরপুর সদর থানায় তান্ডব চালিয়ে ধ্বংস করে আসবাবপত্র ও মূল্যবান জিনিস এবং মালখানায় রক্ষিত মামলার জব্দকৃত আলামত লুটপাট শেষে এবং ওইসব স্থাপনায় অগ্নিসংযোগ করে। এতে অচল হয়ে পড়ে থানার সকল কার্যক্রম। এবং থানার সকল সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। এছাড়াও সেইদিন অফিসার ও ফোর্স নিরাপদ আশ্রয়ের জন্য শেরপুর পুলিশ লাইন্সে চলে যায়। পরবর্তীতে ৯ আগস্ট ওইসব অফিসার ও ফোর্স সীমিত পরিসরে সদর থানায় কাজে যোগদান করেন।
এদিকে ১৩ আগস্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার) পিপিএম শেরপুর সদর থানার ধ্বংসকৃত স্থাপনা পরিদর্শন করতে আসেন। এসময় তিনি শেরপুর সদর থানার অফিসার ফোর্স এবং জেলা গোয়েন্দা শাখা ডিবির অফিসার ফোর্সদের সাথে এক মতবিনিময় করেছেন। এসময় তিনি বলেন, আন্দোলন চলাকালে এবং উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ আন্দোলনরত ছাত্র জনতার উপর গুলি বর্ষণ বা হত্যা না করার জন্য তাদের ধন্যবাদ জানান।
এছাড়াও তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে আরো বলেন, আগামীতে দৃঢ় মনোবল, সাহসী ভূমিকা পালন এবং পেশাদারিত্ব¡ সঠিকভাবে পালন করতে ও জনগণের মাঝে ভালো সেবা প্রদানের পরামর্শ দেন।
এসময় অন্যান্যদের মধ্যে ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার), শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) হাসিবুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
সোমবার, ১২ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়