আওয়ামী লীগ সরকারের সময়ে করা শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সাধারণ ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পরিষদের বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করে ছুটি বাতিলের সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সঙ্গে রানৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐকমত্যের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঘোষিত ১৫ আগস্ট এর সাধারণ ছুটি বাতিলের বিষয়টি অদ্যকার উপদেষ্টা মন্ডলির বৈঠকে অনুমোদিত হয়েছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবর রহমান সামরিক অভ্যুত্থানে নিহত হন। ২০০৮ সালে ক্ষমতায় এসে স্বৈরশাসক শেখ হাসিনার সরকার ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণার পাশাপাশি এদিন সাধারণ ছুটি ঘোষণা করে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে পুলিশ গুলি চালালে দেশের সর্বস্তরের মানুষে ক্ষোভে ফেটে পড়ে। তীব্র গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেন।
শেখ হাসিনার পলায়নের পর ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিল করার দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দল। এরই প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ১৫ আগস্ট সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
সোমবার, ১২ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়