পঞ্চগড়ে সংবাদকর্মী ও নাগরিক সমাজের মানববন্ধন 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে গণমাধ্যমের উপর হামলার বিচার ও ইস্ট ওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ২১ আগষ্ট (বুধবার) সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংবাদকর্মী ও নাগরিক সমাজ যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বক্তারা ঢাকা ইস্ট ওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানায় এবং সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানায়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ আন্দোলন পঞ্চগড়ের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, সাংবাদিক শাহজালাল, বাংলাদেশ প্রতিদিন ও নিউজটোয়েন্টিফোরের প্রতিনিধি সরকার হায়দার, কালের কণ্ঠের প্রতিনিধি লুৎফর রহমান ও বাংলানিউজটোয়েন্টিফোরের সোহাগ হায়দার প্রমুখ।