বিনোদন ডেস্ক
মিস ইন্ডিয়ার খেতাব জিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। ভালো উচ্চতা, সুন্দর চেহারা, প্রতিভা থাকার পরেও ক্যারিয়ারে বড় কোনো সাফল্যের দেখা পাননি তিনি।
সেনা পরিবারে জন্ম নেওয়া ৪৪ বছর বয়সী এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা নেই। একাধিক সম্পর্ক, বিচ্ছেদ, বিয়ের আগেই গর্ভবতী হওয়া- নানা কারণে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি।
চলচ্চিত্রে নয়, বাস্তব জীবনেও কোনও মেয়ের বিয়ের আগে গর্ভবতী হওয়া ভালোভাবে গ্রহণ করতে পারে না পরিবার, সমাজ। নেহার সঙ্গেও ঠিক এমন কিছুই ঘটেছে। বিয়ের আগেই গর্ভধারণ করেন এই অভিনেত্রী। যেটা জানতে পেরে অবাক হন পরিবারের সদস্যরা। স্পষ্ট ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন নায়িকাকে। জানিয়ে দেন, এই সময়ের মধ্যেই বিয়ে করতে হবে তাকে।
পরিবারের এমন আল্টিমেটামের পর বন্ধুকে বিয়ে করে থিতু হওয়ার সিদ্ধান্ত নেন নেহা। সিনেমাটিক এমন ঘটনাই নাকি ঘটেছে অভিনেত্রীর জীবনে।
১৯৮০ সালের ২৭ অগাস্ট কেরালার কোচিতে একটি সেনা পরিবারে জন্মগ্রহণ করেন নেহা ধুপিয়া। তার বাবা প্রদীপ সিং ধুপিয়া ভারতীয় নৌবাহিনীর একজন অফিসার ছিলেন।
সেনা পরিবারের মেয়ে হয়েও পড়ালেখার পাশাপাশি মডেলিংয়ের জগতে প্রবেশ করেন এই তারকা। সেখান থেকে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।
২০০৩ সালে ‘কেয়ামত: সিটি আন্ডার থ্রেট’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন নেহা। এরপর ২০০৪ সালের ‘জুলি’ ছবি দিয়ে পরিচিত পান।
বর্তমানে অঙ্গদ বেদির সঙ্গে এই নায়িকার সুখী সংসার। ২০১৮ সালে গোপনে অঙ্গদ বেদীকে বিয়ে করেন এই নায়িকা। একই বছরে তাদের মেয়ে মেহরেরও জন্ম হয়। প্রথম সন্তান জন্মের আগেই জানা যায়, গর্ভাবস্থার কারণে অঙ্গদ বেদীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন নেহা।
একটি সাক্ষাৎকারে বিয়ের আগে গর্ভবতী হওয়ার কথা জানিয়েছেন এই নায়িকা। নেহা বলেছিলেন- ‘কোনও প্রস্তুতি ছাড়াই আমাদের বিয়ে হয়েছে।’
অভিনেত্রীর কথায়, ‘বিয়ের আগেই আমি গর্ভবতী হয়ে যাই। যখন বিষয়টি জানতে পারি, আমি আমার বাবা-মাকে জানাই। তারা আমাকে বিয়ের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেয়। এরপর মুম্বাইয়ে গিয়ে অঙ্গদকে বিয়ে করি।’
বিয়ের পরপরই গর্ভধারণের খবর প্রকাশ্যে আনেন নেহা। মে মাসে এই জুটির বিয়ের পর নভেম্বরেই কন্যা সন্তানের জন্ম দেন এই নায়িকা।
বুধবার, ২৮ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
তিন বছর ধরে কারো সঙ্গে ঘনিষ্ঠ হননি উরফি!
নিজের উদ্ভট সকল পোশাক নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনাম হন আলোচিত মডেল উরফি জাভেদ। উঠতি এই অভিনেত্রীর ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই।
যে কারণে সুযোগ পেলেই নিজের সম্পর্কে নানা বিস্ফোরক তথ্য ফাঁস করেন উরফি। এবার যেমন এক সাক্ষাৎকারে এই মডেল জানালেন, প্রায় তিন বছর ধরে কোনো পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হননি তিনি।
এর কারণও ব্যাখ্যা করেছেন এই মডেল। উরফির কথায়, ‘প্রায় তিন বছর হলো, কোনও পুরুষকে চুমু খাইনি। কোনও পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়নি। এর নেপথ্যে একটা কারণ রয়েছে, তা হলো- আমি নিজেকে কথা দিয়েছি, যতদিন না পর্যন্ত আমার নিজস্ব জেট প্লেন হবে, ততদিন পর্যন্ত আমি কারো সঙ্গে সঙ্গমে লিপ্ত হব না! এখন সেটার অপেক্ষাতেই রয়েছি।’
সম্প্রতি ‘কর লো ইয়ার’ নামে একটি টক শো শুরু করেছেন উরফি। সেই টক শো’র প্রচারণায় হাজির হয়েই শারীরিক সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
টিভি অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিল উরফির। তবে আলোচনায় আসেন বিগ বসের মাধ্যমে। নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য প্রায়ই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী। প্রতিবার নয়া স্টাইল স্টেটমেন্টে সকলের নজর কাড়েন তিনি।
কখনও অনাবৃত ঊর্ধ্বাঙ্গ, তো কখনও উদ্ভট পোষাক, এভাবেই বারবার সংবাদের শিরোনামে আসেন অভিনেত্রী। তার পোশাক থেকে বাদ যায় না অনেক বস্তু, পণ্যও।