মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
সারা দেশে মঙ্গলবার রাত ১২টায় শেষ হয়েছে অস্ত্র জমার সময়সীমা। এসময়ে ঢাকার দোহারে বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন সন্ধ্যা পর্যন্ত ২৯টি আগ্নেয়াস্ত্র ও জমা পড়েছে বলে নিশ্চিত করেছে দোহার থানা পুলিশ। এছাড়া সরকারি ও বেসরকারী অফিসগুলোতে মোট ১১ টি অস্ত্র রয়েছে। বাকি ৪টি আগ্নেয়াস্ত্র জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
তথ্যমতে ২০০৯ সালের পর দোহারে মোট বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা ৫০ টি। এরমধ্যে সরকারি বেসরকারী প্রতিষ্ঠান মিলে মোট ১৫ টি জমা না হওয়া অস্ত্র উদ্ধারে বুধবার থেকে নামবে যৌথ বাহিনী। যৌথ অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা থাকবেন। দোহারে ব্যক্তি পর্যায়ে থাকা ৩৯ টি অস্ত্রের মধ্যে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দোহার থানাসহ জেলা প্রশাসক কার্যালয় মিলে (পিস্তলসহ বিভিন্ন অস্ত্র) ৩৫ টি অস্ত্র জমা হয়েছে। এখনো ৪টি অস্ত্র বিভিন্ন ব্যক্তির কাছে রয়েছে। এসকল অস্ত্র কোথাও জমা হয়েছে কিনা এটি নিশ্চত হতে কাজ করছে পুলিশ।
এদিকে ২০০৯ সালের পর নবাবগঞ্জে মোট ৬০ টি আগ্নেয়াস্ত্রের মধ্যে সরকারি বেসরকারী প্রতিষ্ঠান মিলে ৫০টি অস্ত্র থানায় জমা হয়েছে বলে নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহ্জালাল।জানা গেছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে গত ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক লোকজনকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময়ে যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তাদের ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে।এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন পেরিয়ে যাওয়ার পর অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হবে। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরুর খবরে অনেকেই স্বাগত জানিয়েছেন।
বুধ বার, ০৪ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়