সাইদ হোসেন অপু চৌধুরী :
যৌন কন্টেন্ট তৈরিতে ফেসবুক ও ইউটিউব এ রয়েছে হাজারের ও বেশি পেজ ও চ্যানেল। সাম্প্রতিক যৌন কন্টেন্ট এর দৌরাত্ম বেড়েই চলেছে, বিভিন্ন অশ্লীল নামে এইসব পেজ তৈরি করা হয়েছে। অনুসন্ধানে পাওয়া গিয়েছে এসব কন্টেন্ট তৈরিতে গাজীপুরেই রয়েছে শতাধিক পেজ ও ইউটিউব চ্যানেল।
এসব ভিডিও তৈরিতে ব্যবহার করা হয় গাজীপুরের কোনাবাড়ির সালামের বাড়ি, হোসেনের বাড়ি, ফুলবাড়িয়া, মুক্তার মান্নানের বাড়িসহ চিহ্নিত কিছু অনুমোদনহীন শুটিং স্পট। এসব হট কনটেন্ট তৈরিতে নেওয়া হচ্ছে ১৪ থেকে ২৬ বছর বয়সের মেয়েদের। আর এসব কন্টেন্ট তৈরি করেন নামধারী কিছু প্রডিউসার ও ডিরেক্টর ।
সুধু তাই নয় সরেজমিনে গিয়ে অনুসন্ধান করে দেখা গিয়েছে এক শ্রেণির অসাধু ও বিকৃত মানসিকতার লোক অতিরিক্ত ভিউ পাওয়ার আশায় অশ্লীল সংলাপ, অভিনয় ও আপত্তিকর অঙ্গভঙ্গিযুক্ত ভিডিও চিত্র ধারণ করে প্রচার করছে যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই। ’ এসবের কারণে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি উঠতি বয়সী ছেলেমেয়েদের কাছে ভুল বার্তা যাচ্ছে। পাশাপাশি এসব অশ্লীল কন্টেন্ট নির্মানের পাশাপাশি মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপে তারা লিপ্ত হয়, যা মিডিয়ায় (অডিও) নামে পরিচিত। এসব ভিডিও নির্মানের ফলে সামাজিক ভিডিও’র দর্শকের নানা প্রশ্ন। এসব কন্টেন্ট এ অভিনয় করা অভিনেতা, অভিনেত্রী ডিরেক্টর, প্রডিউসার ও ক্যামেরা ম্যানদের নাম উঠে এসেছে।
অনুসন্ধানে আরও জানা যায়, নিম্নে উল্লেখিত কিছু শিল্পী সামান্য কিছু টাকার বিনিময়ে অশ্লীল ভিডিও নির্মাণ ও অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত, এরা হলেন শামীম, নজরুল, সুজন, তাইজুল, আশা, লাবনী, ছোট সাগর, ইভা, মোটা নদী, শওকত, মিন্টু, রাসেল, আরিয়ান, মেন্টাল, পাবনার সোহেল, নুরজাহান, রাখি, মমতাজ, রানী, মায়া ফারিয়া, লিমা, নদী, মোটা নদী, এসকে সোহেল, মিশু, দিলারা, হট সাথী, সাথী, ঝুমুর, মারিয়া, দোলা, মিনু, ইউসুফ, সুমাইয়া, মারিয়া চাঁদনী আক্তার, আরোহী, ফারজানা, অন্তরা, ইয়াসমিন, মুকুল, ইমরান, আঃ বাশার, হারুন, হানিফ, হান্নান, কমেডী আনিস, কমেডি হৃদয় নাইম, মোহন দাস, হট আঁখি, সপ্না, ইশারা, শাহাদত সাদা, কে এম লিলয়, রোহিঙ্গা ভাদাইমা, রেবেকা মীম, লিমা আক্তার রিতা, স্বাগতা সুমি, মোনালিসা, পায়েল, দিলদার ভাদাইমা, ফারুক, লাবনী, নীলা চৌধুরী, পাতলা খান মিজান, মিস্টি সহ আরো অনেকেই।
সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ভিডিও প্রচার প্রচারণা এবং গুজব বন্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সুশীল সমাজ।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন