সাইদ হোসেন অপু চৌধুরী :
নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা বলেন, কেউ যাতে কোনো ধরনের অরাজকতা কায়েম করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভায় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে এসব কথা বলেন।
বক্তারা বলেন, আমরা এমন এক সুসম সিস্টেম দাঁড় করাতে চাই, যেখানে কোনো ধর্ম, বর্ণ, শ্রেণী, সাধারন নাগরিক সমান অধিকার ভোগ করবে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা সভায় ঢাকা থেকে আগত সমন্বয়কবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সমন্বয়ক আবদুল কাদের, সুমাইয়া আক্তার, হামযা মাহবুব, মোহাম্মদ মহিউদ্দিন, আলী আহম্মেদ আরাফ, খালেদ হাসান, তাছনিয়া নাওরিন, জিয়াউদ্দিন আয়ান।
উল্লেখ্য: চাঁদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র-জনতা জড়ো হয় চাঁদপুর সরকারি হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা