বিনোদন প্রতিবেদক
ঢাকাই শোবিজের নতুন মুখ সাদিকা রহমান মেঘলা আর নেই। ‘আরাবি রহমান’ নামে শিগগিরই রুপালি পর্দায় অভিষেক করার কথা ছিল তাঁর। সম্প্রতি একটি বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হয়ে এমনটাই তিনি জানিয়েছিলেন। তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।
জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে গ্রামের বাড়ি কিশোরগঞ্জে মারা গেছেন এই অভিনয়শিল্পী।
মৃত্যুর খবর নিশ্চিত করে মেঘলার ছোট বোন রুখসানা বলেন, ‘দুই দিন আগে ঢাকা থেকে আপু গ্রামের বাড়ি বেড়াতে এসেছিল। রাতে ঘুমানোর আগে বলতেছিল পায়ের মধ্যে কেমন যেন করছে। তখন পায়ে তেল মালিশ করে দেই। হঠাৎ রাতে ঘুম ভাঙলে ওর গায়ে হাত পড়তেই শরীর ঠাণ্ডা লাগে। তখন সবাইকে ডাকি। তারপর মৃত্যু হয়েছে নিশ্চিত হই। শুক্রবার বাদ জোহর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’
প্রসঙ্গত, মেঘলা ঢাকার শ্যামলী বসবাস করতেন। কিশোরগঞ্জ জন্ম হলেও নেত্রকোনা বেড়ে ওঠা। নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় যুক্তও হয়েছিলেন। তবে নিজেকে রুপালি পর্দায় দেখার আগেই না ফেরার দেশে পাড়ি জমান স্বপ্নবাজ মেঘলা।
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন