সাইদ হোসেন অপু চৌধুরী
এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনয় শিল্পী ডিজে আলমগীর। অল্প সময়েই অর্জন করেছেন আশাতীত জনপ্রিয়তা। তার বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে বেশ কয়েকটি ইউটিউবে লাখ লাখ ভিউ পার করেছে।
বিশেষত তরুণ প্রজন্মের কাছে ডিজে আলমগীরের অভিনয়ে রয়েছে আলাদা ভূমিকা।
প্রায় অর্ধ শতাধিক মিউজিক ভিডিও, শর্টফিল্ম ও গ্রামীন কিচ্ছায় অভিনয়ের পাশাপাশি এবারই প্রথম নিজের গানে নিজেই মডেল হয়েছেন তিনি। ‘বুঝি নাইরে অন্তরার মন ’ শীর্ষক গানটি শীগ্রই মুক্তি পাবে ‘বাশার খান অফিশিয়াল‘ ইউটিউব চ্যানেল থেকে।
আলমগীরের নতুন গানটি লিখেছেন ও সুর করেছেন অভাগী লিজা, শিল্পি ও মডেল ছিলেন তিনি নিজেই। আব্দুর নূর তুষারের পরিচালনায় গানটিতে আলমগীরের সঙ্গে মডেল হয়েছেন রাবেয়া।
নিজের নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে ডিজে আলমগীর বলেন, ‘ দর্শকদের ভালোবাসায়ই আজ আমি এতদূর এসেছি। তারা আমাকে ভালোবাসা দিয়েছেন। আমি সহজ সরল গানের মানুষ। সহজভাবে গানকে ভালোবাসি। তারাও আমাকে সহজভাবে ভালোবাসেন। আমি শ্রোতার প্রতি কৃতজ্ঞ। ‘আমার নতুন এই গানটি দর্শক-শ্রোতাদের ভিন্ন এক অনুভূতি দেবে। আশা করি, সংগীতপ্রিয় মানুষের মনে গেঁথে থাকবে গানটি।’
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?