কুমিল্লায় শিল্পী শচীন দেববর্মনের ১১৮ তম জন্মবার্ষিকী শ্রদ্ধা নিবেদন

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ০১ অক্টোবর ২০২৪

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীন দেববর্মন এর ১১৮ তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে নগরীর চর্থায় শিল্পীর পৈত্রিক বাড়ীতে স্থাপিত ম্যুরালে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ পড়ুয়া। এরপর জেলা শিল্পকলা একাডেমি, কুমিল্লা সাংস্কৃতিক জোট, ঐতিহ্য কুমিল্লা, জাসাস কুমিল্লা, জেলা কালচারাল কমপ্লেক্স, সাংস্কৃতিক সংসদ কুমিল্লা,কুমিল্লা জিলা স্কুল, ইউসুফ হাই স্কুল, নজরুল পরিষদ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সংগঠন শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় রেভিনিও ডেপুটি কালেক্টর (আরডিসি) ফারিয়া ইসলাম, সিনিয়র সহকারি কমিশনার (এনডিসি) মোঃ মেহেদী হাসান শাওন, সিনিয়র সহকারী কমিশনার (এলএও) মোশারফ হোসেন, জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট শহীদুল হক স্বপন, সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, সাংবাদিক অশোক বড়ুয়া, কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলামিন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল আনাম রায়হান, জাসাস কুমিল্লার আহবায়ক সিরাজুল ইসলাম মিলন, সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিন, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র এর প্রতিষ্ঠাতা মাহতাব সোহেল ও রোমানা রুমি, বাংলা সংস্কৃতি বলয় বিশ্ব কমিটির নির্বাহী সদস্য দেলোয়ার হোসাইন আকাইদ এবং বিশ্ব কমিটির যুগ্মমহাসচিব এস এ এম আল মামুন, কুমিল্লা সংসদ এর সিনিয়র সদস্য এজহারুল হক মিজান, রাইয়ানুল জান্নাত রোজা, পপি চক্রবর্তীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর চর্থার এই বাড়ীতে ত্রিপুরার রাজপরিবারে জন্মগ্রহণ করেন শচীন। তিনি ১৯২৪ সাল পর্যন্ত কুমিল্লায় ছিলেন। পরবর্তীতে শচীন ভারতের বোম্বেতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

এর পর দীর্ঘ দিন পরিত্যক্ত অবস্থায় ছিলো এই বাড়ীটি। বাড়ীটিতে সরকারী হাস-মুরগীর খামার তৈরীকরে পাকিস্থান সরকার। ২০১৪ সালে মাছরাঙা টেলিভিশনের একটি প্রতিবেদন প্রচার হলে এটি নজরে আসে কর্তপক্ষের। জেলা প্রশাসন বাড়ীর একাংশ হাস-মুরগীর খামার মুক্ত করে সংস্কারের উদ্যোগ নেয় সরকার।

১৯৭৫ সালের ৩১ অক্টোবর ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইতে মারা যান শচীন দেববর্মণ। সেখানেই তাকে সমাহিত করা হয়।

শিল্পীর মূর‌্যালে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, কুমিল্লাবাসীর জন্য অত্যান্ত গর্বের বিষয় যে উপমহাদেশের বরণ্যে সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মন এর বাড়ি কুমিল্লায়। দেববর্মন এর জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। প্রতিবছরই তিনদিন ব্যাপী শিল্পীর বাড়িতে শচীন মেলার আয়োজন করা হয়। এবারও তা আয়োজন করা হবে। এছাড়া শিল্পীর বাড়ীটিকে সংরক্ষনের জন্য আরো উদ্যোগ নেওয়া হবে। সারা বছরই যেন বাড়িটিতে উৎসব মুখর থাকে সে বিষয়ে নানামুখী পরিকল্পনার করে মন্ত্রনালয়ে পাঠানো হবে।

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like