ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ ১৫ জনের নামে মামলা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :

ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে প্রধান আসামী করে মোট ১৫ জন ও অজ্ঞাত ৫ জনের নামে দোহার থানায় হামলা, জমি দখল, চাঁদা দাবি ও লুটপাটের মামলা করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা এলাকার রোকন উদ্দিন গুদা নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেছেন বলে এশিয়া বার্তাকে নিশ্চিত করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম।

মামলার সূত্র অনুযায়ী অন্যান্য আসামীরা হলেন নারিশা ইউনিয়নের ছালাম শিকদার, খোকন ডাকাত, মো. মোতালেব, মো.হাবিব,আবুল হাওলাদার,শহিদুল,আক্তার হোসেন,মিজানুর রহমান,রাহাত মাঝি,গিয়াস উদ্দিন মাঝি, শেখ জংশের এর ছেলে (নাম অজ্ঞাত), অনতু, পিয়, মনিরসহ অজ্ঞাত আরও ৫জন।

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?