এজলাসে মহাখুশিতে কোলাকুলি করলেন পলক ও সৈকত

প্রিয় সময় নিউজ ডেস্ক :

এজলাসে কোলাকুলি করলেন পলক ও সৈকত ঢাকার সিএমএম আদালতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় শুনানি চলছিলো। বুধবার (৩০ অক্টোবর) ১৪৪ মামলায় ৩৪ আসামীকে আদালতে তোলা হয়।

এরইমধ্যে চকবাজার থানার মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।

এ সময় সৈকতকে রিমান্ডে পাঠিয়ে পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে বিচারক এজলাস ত্যাগ করেন। তখন কোলাকুলি করেন সৈকত ও পলক। তখন তাদের বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। পরে তাদের এজলাস থেকে নামিয়ে আদালতের গারদে নেয়া ‌হয়।

এর আগে, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান জিয়াকে আবারও রিমান্ড দিয়েছেন আদালত।

এছাড়াও, বাড্ডা থানার পৃথক দুই মামলা ও কাফরুল থানার এক মামলায় দীপু মনি এবং যাত্রাবাড়ি থানার মামলায়, ডিবির সাবেক ডিসি মশিউরকে নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলরকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে ডিবির সাবেক ডিসি মশিউরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

 

You might like