মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) :
ঢাকার দোহারের পদ্মা সরকারি কলেজ প্রাঙ্গণে এবিএম ডেন্টালের উদ্যোগে এবং পদ্মা সরকারি কলেজের সহায়তায় ফ্রি ডেন্টাল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর (সোমবার) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শ্রীনগরের আলামিন বাজারস্থ এবিএম ডেন্টালের কর্ণধার ডেন্টাল সার্জন ডাক্তার আশিক ই রাব্বী সৈকত -এর নেতৃত্বে ঢাকা থেকে আসা ১২ জন ডেন্টাল সার্জনের এই টিম চারশতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সম্পূর্ণ বিনামূল্যে মুখ ও দাঁতের বিভিন্ন সমস্যার জন্য চিকিৎসা সেবা প্রদান করেন, একই সাথে ক্যাম্পে ফ্রি ব্লাড গ্রুপিং ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা করা হয়। অত্র মেডিকেল ক্যাম্পের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সরকারি কলেজ এর অধ্যক্ষ মো: আব্দুল মজিদ।
এ সময় তিনি তার বক্তব্যে বলেন, বর্তমানে প্রতিনিয়ত মানুষের খাবারের অভ্যাস ও রুচিবোধ পরিবর্তন হচ্ছে, যার চাপ পরছে মানুষের দাঁতের উপর, তাই দাঁতের যত্ন নেয়া আমাদের সবার জন্য অতীব জরুরী। তিনি এবিএম ডেন্টালকে এমন মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। এসময় চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পরা ভীড় লক্ষ করা যায়। শিক্ষার্থীদের সবাই এমন ক্যাম্প বার বার কলেজে যাতে অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
ডা. আশিক ই রাব্বী সৈকত বলেন, সবার সহযোহিতা পেলে আমরা দোহারের বিভিন্ন প্রতিষ্ঠানে এমন ক্যাম্প আবারো আয়োজন করতে চাই, তিনি ঢাকা থেকে আগত সার্জনদের এবং মিডিয়া কর্মীদের ধন্যবাদ জানান। মেডিকেল ক্যাম্পে উপস্থিত হয়ে পদ্মা সরকারি কলেজের প্রভাষক আলমগীর হোসেন বলেন, এ ধরনের ফ্রি ব্লাড গ্রুপিংয়ের সুযোগ পাওয়ায় শিক্ষার্থীরা নিজের রক্তের গ্রুপ জেনে নেয়ার সুযোগ পেয়েছে, পাশাপাশি ডেন্টাল চিকিৎসা আমার শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সুনাম কুঁরিয়েছে। এসময় তিনি এবিএম ডেন্টালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সোমবার, ০৪ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?