পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে দেশের প্রথম ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর (শনিবার) দিন ব্যাপি এই কর্মশালা আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা ২০২৪ এর উপর সম্মক জ্ঞান লাভের উদ্দেশ্যে দেশে এই প্রথম এই কর্মশালা আয়োজিত হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের ল্যান্ড পলিসি স্পেশালিস্ট ও পর্যটন করর্পোশনের সাবেক চেয়ারম্যান মো. হান্নান মিয়া প্রশিক্ষক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ৫ উপজেলা নির্বাহী অফিসার এবং ভূমি সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।