চাঁদপুরে প্রবাসীর বাসায় চুরি, থানায় অভিযোগ

গাজী মোঃ মহসিন :

চাঁদপুর শহরে ভাড়াটিয়া সেজে এসে সৌদি প্রবাসী রবিন চৌধুরীর মালিকানাধীন বাসায় বাড়ি ভাড়া না দিয়ে ও বাড়ির প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে পালিয়েছেন এক ভাড়াটিয়া দম্পতি। ঘটনাটি ঘটেছে চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের উত্তর গুণরাজদী ট্রাক রোড সংলগ্ন গাজী সড়ক এলাকায়। এ ঘটনায় গত মঙ্গলবার (২৬ নভেম্বর) চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেন ঐ এলাকার বাসিন্দা বাড়ির মালিক মোঃ রবিন চৌধুরী মা সায়িদা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের অটোরিকশা চালক খুলনার পাইকগাছা উপজেলার দেবদুয়ার এলাকার তিতু খানের ছেলে ফয়সাল আলম খান (২৭) তার স্ত্রী ও তিন সন্তান সহ চলতি বছরের গত সেপ্টেম্বর মাসের ১ তারিখে দুই কক্ষের একটি ফ্ল্যাট ভাড়া নেন। মাসিক ৩ হাজার টাকা চুক্তিতে ভাড়া নেয়া ফয়সাল আলম খান। তার কাছ থেকে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের ভাড়া চাওয়ায় সে আর্থিক সংকটে আছে বলে বাড়ির মালিককে জানায়। দুই মাসের ভাড়ার টাকা একসাথে নভেম্বর মাসে পরিশোধ করার আশ্বাসের পর চলতি মাসের গত ১৩ তারিখ গড়িয়ে যাওয়ায় তার মোবাইলে কল দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে এদিন বাড়ির মালিক রবিন চৌধুরী মা ভাড়াকৃত বাড়িতে এসে দেখে বাড়ির গেইটে তালাবদ্ধ। একপর্যায়ে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে তারা কেউই নেই। বাড়ির মালিকের দেয়া পানি উঠানোর জন্য একটি মোটর, একটি সিলিং ফ্যান, সিরামিকের বেসিন ও একটি টিউবওয়েল সহ বিভিন্ন আসবাবপত্র খুলে নিয়ে যায়। উক্ত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩৪ হাজার টাকা ও দুই মাসের বাসা ভাড়া ৬ হাজার সহ সর্বমোট ৪০ হাজার টাকা ক্ষয়ক্ষতি দাবি করেন। অভিযোগের অন্য দুই বিবাদী ফয়সাল আলম খানের স্ত্রী নিপা (২৫) ও চাঁদপুর সদর উপজেলার অজ্ঞাত অটোরিকশা চালক বাবু (২৭)।

এ বিষয়ে প্রবাসী রবিন চৌধুরীর মা অভিযোগের বাদী শাহিদা বেগম বলেন, আমার ছেলে সৌদি আরব প্রবাসী রবিন পাটওয়ারীর মালিকানাধীন টিনশেড এই বাড়ির ভাড়াটিয়া অটোচালক ফয়সাল আলম খান পরিবার নিয়ে উঠে। দুই মাস চলে গেলেও তারা বিভিন্ন অজুহাতে ভাড়ার টাকা পরিশোধ না করে আমাদের ঘরের প্রয়োজনীয় মালামাল চুরি করে পালিয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায় তারা সব জায়গাতেই এমনটা করে আসছেন।

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like