হাজীগঞ্জ ও চাঁদপুরে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিউজ ডেস্ক :

চাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪ হাজার ৬১১ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় আরো দুটি প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন পাওয়ায় তাদেরকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

অভিযানে ভ্যারাইটিজ স্টোর অ্যান্ড কনফেকশনারি নামে একটি দোকানে খোলা ও বস্তাবন্দি ৪ হাজার ৬১১ কেজি পলিথিন পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন- পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, সহকারী পরিচালক মো. হান্নানসহ হাজীগঞ্জ থানার পুলিশ সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে অভিযান পরিচালনা করা হবে।

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like