সম্পাদকীয়
সকলের মধ্যেই একটা প্রশ্ন-পলিথিন নিষিদ্ধ হয়েছে; কিন্তু তার বিকল্প কী আসছে বাজারে? আবার কারো কারো কোনো উপায় না থাকায় পলিথিনেই ভরসা। কিন্তু সেটা কতোদিন? পলিথিন যতোদিন বাজারে রয়েছে; ঠিক ততোদিনই দাপটে চলবে। তারপর?
গত ২৪ নভেম্বর ২০২৪ জাতীয় দৈনিকে প্রকাশিত ‘গোপালগঞ্জে তৈরি হচ্ছে পলিথিনের বিকল্প পলিমার ব্যাগ’ শিরোনামের সংবাদটি পাঠকমাত্রেরই চোখে পড়েছে। সারাদেশ অন্তত বিষয়টি জেনে আশ্বস্ত হয়েছে যে, পলিথিনের বিকল্প বাজারে শীঘ্রই আসছে। অবশ্যই তা’ পরিবেশের জন্যে স্বাস্থ্যসম্মত হবে। মানুষের জন্যেও উপকারি হবে বলে আমরা মনে করছি।
আমরা জানি, পলিথিন নিষিদ্ধ করেছে সরকার। আর তাই পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে পলিমার ব্যাগ। তবে এটি পচনশীল। যেটা পচে তৈরি হবে জৈবসার। যা’ পরিবেশের ক্ষতি না করে বরং মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করবে-এমনটাই আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। তাছাড়া বর্তমানে বাজারে যেসব পলিথিনের বিকল্প ব্যাগ পাওয়া যাচ্ছে, তার দাম ২০ টাকা থেকে ১০০ টাকায় কেনা যাবে-যা’ কারো কারো কাছে ব্যয়বহুল। কিন্তু সেগুলো ধুয়ে ব্যবহার করা যাবে বারবার-এটাই সবচেয়ে বড় সুবিধা।
আমরা জানি, পলিথিন ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকরে দুই দশকেরও বেশি সময় পর অন্তর্বর্তী সরকারের তোড়জোরে বিকল্পের সন্ধানের মধ্যে পরিবেশ অধিদপ্তর আয়োজন করল পলিথিনের বিকল্প পণ্য মেলার। মেলায় ২৪টি স্টলে পাট, কাগজ ও কাপড়ের মত পচনশীল দ্রব্যের ছোট বড় নানা ধরনের ব্যাগের পাশাপাশি ছিল পাট ও কাপড়ের আরও নানা ধরনের গৃহস্থালি, নিত্য ব্যবহার্য ও ফ্যাশন পণ্য। মেলায় কাগজ, পাট, কাপড় ছাড়াও পলিথিনের মত দেখতে এমন ও পানি রোধ কাজ করবে, এমন পণ্য নিয়ে অংশ নেয় দুইটি প্রতিষ্ঠান। এমন একটি মেটেরিয়াল ডেভলপার উদ্যোগ শালবৃক্ষ। তারা সবজির উচ্ছিষ্ট অংশ দিয়ে একটি ফেব্রিক তৈরি করেছে, যার নাম পলকা। এই উপাদান দিয়ে কাপড়ের মত দেখতে ব্যাগ তৈরি করা যাবে। পাশাপাশি পাটের কাপড় ও ব্রাউন কাগজের উপর আবরণ দেওয়া যাবে যাতে তা পলিথিনের মত পানিরোধক হয়। সুতার সঙ্গে মিশিয়ে কিছুটা পলিথিনের মত দেখতে পাতলা ব্যাগও তৈরি করা যাবে। এই ব্যাগে চাইলেই মাছ, মুরগি ফ্রিজে রাখা যাবে।
ব্যবহারের ধুয়ে ৪ বার পর্যন্ত ব্যাগগুলো ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে। যে কোনো পরিবেশবান্ধব উপাদান ও পলকা মিশিয়ে তৈরি ব্যাগ ২ থেকে ৪ মাসের মধ্যে মাটির সঙ্গে মিশে যাবে।” ভুট্টা ও উদ্ভিদজাত কেমিক্যাল দ্বারা তৈরি এই বায়ো-ডিগ্রেডেবল পলিমারের ব্যাগ সাধারণ পলিথিন ব্যাগের তুলনায় বেশি ধারণক্ষমতা সম্পন্ন ও বেশি টেকসই। ফলে এটা ব্যবহারও করা যাবে দীর্ঘদিন। পরিবেশবান্ধব ও নান্দনিক হওয়ায় ব্যবহার করা যাবে বড় বড় শপিংমলেও।
প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, ”গোপালগঞ্জ সদর উপজেলার কড়পাড়া ইউনিয়নের তারগ্রাম এলাকায় অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে উৎপাদন শুরু হয়েছে পচনশীল এ বায়ো-ডিগ্রেডেবল পলিমার ব্যাগের। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এর উৎপাদন। প্রতিষ্ঠানটিতে প্রতিদিন তৈরি হচ্ছে একটন পচনশীল পলিমার ব্যাগ। ৩টি সাইজের শপিংব্যাগে ১ কেজি থেকে ২০ কেজি পর্যন্ত ওজনের মালামাল বহন করা সম্ভব। নিষিদ্ধ পলিথিনের তুলনায় পরিবেশবান্ধব এ ব্যাগ কিনতে খরচ তুলনামূলক কিছুটা বেশি।
২ পিস এককেজি মালামাল বহনকারী ব্যাগের দাম ১ টাকা এবং ২০ কেজির কেজি বহনকারী প্রতি পিস ব্যাগের দাম ২০ টাকা।” কারখানায় পরিবেশবান্ধব বায়ো-ডিগ্রেডেবল পলিমার ব্যাগের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করা হয়। ভুট্টার নির্যাস ও উদ্ভিদজাত পলিমার দিয়ে তৈরি এ কাঁচামাল প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা দরে কিনতে হয়। পরিবেশবান্ধব এই বায়ো-ডিগ্রেডেবল পলিমার ব্যাগ যেমন পরিবেশকে রক্ষা করবে তেমনি পচে মাটির উর্বরতা বৃদ্ধি করবে।
মাত্র শুরু করলেও সাধারণের বেশ সাড়া পাচ্ছি। পরিবেশবান্ধব হওয়ায় উৎপাদনে আশাবাদী হওয়া যাচ্ছে। বর্তমানে দিনে একটন অর্থাৎ একহাজার কেজি উৎপাদন হচ্ছে। তাছাড়া পরীক্ষার জন্যে বুয়েটে স্যাম্পল পাঠানো হয়েছে।। এছাড়াও নিজস্ব ল্যাবে পরীক্ষা চলছে। আর এতে পরীক্ষায় সফল হয়েছে। এটি মাটির সংস্পর্শে আসার তিন থেকে পাঁচ মাসের মধ্যে পচে মাটিতে রূপ নেবে। তবে সেটি জৈব সার হয়ে মাটির উর্বরতা আরও বাড়াবে।
সরকারের পলিথিন ব্যাগ নিষিদ্ধের উদ্যোগকে স্বাগত জানিয়ে পলিথিনের বিকল্প হিসেবে বায়ো-ডিগ্রেডেবল পলিমার ব্যাগ উৎপাদন শুরু হওয়া সময়ের পরিপ্রেক্ষিতে কার্যকর। যদিও তা’ পলিথিনের মতোই, তবে তা’ পচনশীল। শুধু তাই নয়, পচে মাটিতে জৈব সার তৈরি হবে। এটি সাধারণ পলিথিন ব্যাগের তুলনায় কিছুটা ব্যয়বহুল হলেও পরিবেশবান্ধব। তাই দেশ ও পরিবেশের কথা চিন্তা করে সবাই এটি ব্যবহার করবে বলে আমরা বিশ্বাস করি। সেই সাথে পলিথিন বর্জনে সকলকেই উদ্যোগী হতে হবে এবং পচনশীল ব্যাগই আমাদের ব্যবহার করা উচিত।
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?