ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযান

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সাবেক মেয়র মাহফুজ হকের বাড়ি ও পৌর বিএনপির আহবায়ক আমানত গাজীর মার্কেটসহ উপজেলার বিভিন্ন স্থানে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম, চাঁদপুর ওসি ডিবি মোঃ মহিউদ্দিনসহ সেনা, পুলিশ ও ডিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, বুধবার দুপুরে উপজেলা সদরসহ গোবিন্দপুর উত্তর – দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন স্থানে এই অভিযান চালিয়েছে।

যৌথ বাহিনী এ সময় ফরিদগঞ্জের পৌর এলাকার চরকুমিরা ও পৌর সভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজ হকের বাড়িতে এবং পৌর বিএনপির আহবায়ক আমানত গাজীর মার্কেটে অভিযান চালায়।

অভিযানের বিষয়ে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোয়াজ্জেম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আমাদের এ অভিযান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like