সম্পাদকীয়
চোর না শুনে ধর্মের কাহিণী-কথাটি ছোটবেলা থেকেই শুনে আসছি। তাছাড়া প্রতিবাদের ঝড় তো দিনের পর দিন চলছেই বিভিন্ন কারণে। কেননা প্রতিবাদেই অনেক সমস্যার সমাধান হয়; উপায় খুঁজে পাওয়া যায়। কিন্তু দুষ্টদের বিরুদ্ধে প্রতিবাদ করে কতোটুকু সমাধান সম্ভব সেটা বড়ই ভাবনার বিষয়। এবার ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রতিবাদের খবর আমরা পেয়েছি। এটা নতুন না হলেও একেবারে পুরোনোও বলা চলে না। মানুষ অতিষ্ঠ হয়েই প্রতিবাদে মাঠে নামে-এটা যে কোনো দল বা সমষ্টি হতে পারে। কিন্তু তাতে কতোটুকুই বা সমাধান পেতে পারে মানুষ-সেটা চিন্তার বিষয়।
আমাদের সময় অনলাইন পত্রিকায় “নওগাঁর মান্দায় কৃষকদের ফসল নষ্ট করলো ভূমিদস্যুরা” শিরোনামে প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারলাম ভূমিদস্যুরা কৃষকদের ফসল নষ্ট করে ফেলেছে। ওরা দুষ্কৃতকারী ও জ্ঞানশূন্য; ওদের হিতাহিত জ্ঞান নাই বললেই চলে। শিক্ষার আলো তাদের অন্তরে জ্বলে না; তারা অন্ধকারে জীবনযাপনকারী একদল মূর্খ ব্যক্তি। তাদের ব্যক্তিত্বশূন্য জীবনে তারা ভালো কাজ করতেই পারে না। যদি তারা শিক্ষিত হতো তাহলে জমির ফসল নষ্ট করতো না। যারা জমির ফসল চাষাবাদ করেছে তারা একান্তই ভূমিহীন। তাদের মতো অসহায় ও দরিদ্র আর কারা হতো পারে?
প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পারলাম যে, “নওগাঁর মান্দায় আত্রাই নদীর তীরবর্তি সরকারি জমি ভূমিকর (ডিসিআর) নিয়ে চাষাবাদ করতো ভূমিহীনরা। সম্প্রতি ওই জমি ভূমিদস্যুরা জবর দখল করার চেষ্টা করে ফসল নষ্ট করেছে। এরই প্রতিবাদে মান্দায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন করেছে উত্তর ও দক্ষিণ চকবালু গ্রামের ভূমিহীন পরিবাররা।” ওই জমিতে মানববন্ধন করেন তারা। এখন দেখার বিষয় প্রশাসন তাদের জন্যে কতোটুকু ব্যবস্থা গ্রহণ করতে পারে।
আরো জানা গেছে, “…মান্দা উপজেলার কশব ইউনিয়নে আত্রাই নদীর তীরবর্তি সরকারি জমি ডিসিআর কেটে দীর্ঘ বছর থেকে ৯ একর জমি ৫৪ জন স্থানীয় ভ‚মিহীনরা চাষাবাদ করে আসছিল। যেখানে ধান ও রবিশস্য চাষাবাদ হতো। যা’ থেকে তাদের জীবন জীবিকা চলতো।”
এটা অনুমান করা যায় যে, যদি ভূমিদস্যুদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করা না যায়, তাহলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে এবং অসহায় কৃষকরা আরো ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া অসহায় কৃষকরা কোনো এক ক্ষেপে বিরাট ক্ষতিও করে ফেলতে পারে-এটা অতীতের যে কোনো প্রতিবাদী মানুষদের অভিজ্ঞতা থেকে বলা যায়। কেননা মানুষের মুখের গ্রাস কেড়ে নিলে যে কোনো মানুষই আক্রমণাত্মত হয়ে উঠে। আর আক্রমণাত্মক মানুষকে ঠেকানো বড়ই কষ্টকর। তখন অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়-এতে তখন দেখা যাবে যে কেঁচো খুড়তে সাপও বেড় হয়ে আসতে পারে। অতএব, ভূমিদস্যুদের প্রতিরোধ করুন দ্রুত; অল্পতেই অসহায় কৃষকদের রক্ষার জন্যে ব্যবস্থা করা দরকার।
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?