আচমকা ছুঁয়ে দিলে মন
তোমার পরশ মেখে,
মানে না কোনো বারণ
স্বপ্ন যায় এঁকে।।
আঁকে সুন্দর আগামীর ছবি
তোমায় সাথে নিয়া,
আঁধারে উঠিল আলোর রবি
তোমার কারণে প্রিয়া।।
আছো তুমি থেকো চুমি
জনম জনম ধরে,
আগলে রেখো যতন করি
তোমার মতন করে।।
যেওনা ছেড়ে দূরে বহুদূরে
সর্বদা থেকো কাছে,
হারালে কখনও কালের চক্করে-
আচমকা এসো পাশে।
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন