ভ্যাট ৫ শতাংশে নামিয়ে আনার সরকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে কুমিল্লায় রেস্তোরাঁ মালিক সমিতি

জাহাঙ্গীর আলম ইমরুল :

রেস্তোরাঁর খাবারের বিলের ওপর আরোপিত ভ্যাট ১৫ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনার সরকারী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁর মালিক সমিতি কুমিল্লা জেলা শাখা।

সরকারের এ সিদ্ধান্তে সাধূবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ রেস্তোরাঁর মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নাছিরুল ইসলাম মজুমদার, সম্মেলন প্রস্তুতি কমিটির সাধারণ সম্পাদক এম.কে. রহমান জনি।

সরকারী এ সিদ্ধান্তের কথা জানান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের মূসক নীতি বিভাগের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী। তিনি বলেন, ‘১৫ শতাংশ ভ্যাট এর বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা আবার ৫ শতাংশে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

কুমিল্লা রেস্তোরাঁর মালিক সমিতির পক্ষ থেকে পরে তারা কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে রেস্তোরাঁর মালিকদের ১৭টি পৃথক পৃথক প্রতিষ্ঠানের পরিবর্তে একটি প্রতিষ্ঠান থেকে লাইসেন্স প্রদান ও তদারকিসহ রেস্তোরাঁর খাবারে শুধুমাত্র ৩শতাংশ ভ্যাট নির্ধারণ করার দাবি করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এম এ তাহের, বোকরী মালিক সমিতির সভাপতি মিজানুর রহনাম ভূইয়া, সহ-সভাপতি মাহাবুব মেহেদী, মিষ্টি প্রস্তুত প্রতিষ্ঠান মালিক সমিতির উপদেষ্টা প্রদীপ কুমার সাহা, রেস্তোরাঁর মালিক সমিতি উপদেষ্টা রিপন প্রমূখ।

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like