

বগুড়া প্রতিনিধি :
বগুড়ায় প্রতারনা মামলায় নাসির ওরফে বাটপার নাসির গ্রেফতার,বগুড়া সহ সারাদেশে অশংখ্য মানুষ কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি কারি বগুড়া টোয়টা মটরস এর প্রোপাইটার গাড়ী ব্যাবসায়ী টোয়টা নাসির এইবার নিজেই প্রতারনা মামলায় গেফতার হয়েছে।
আওয়ামী সরকারের আমলে প্রভাবশালী নেতার ছএছায়ায় প্রভাব খাটিয়ে বগুড়া বহু মানুষ কে হয়রানি করে আসছিলো তার ভয়ে কেউ কোন কথা বলার সাহস পায়নি। মানুষকে জিম্মি করে অন্যায় ভাবে শারিরিক নিযাতন করে অনেক লোকের ক্ষতি সাধন করেছে এই নাসির।

নাসিরের গ্রেফতারে কথা শুনে ভুক্তভুগি দের মাঝে শম্তি ফিরে আসে তারা আনন্দে মিষ্টি বিতরন করে। ভুক্তভুগিরা এই প্রতারক নাসিরের উপযুক্ত বিচারের দাবি করে। মামলা নং ৪০ ধারা ৪০৬/৪২০/৫০৬ বগুড়া সদর থানার এস আই শামিনুল শনিবার (১৮-০১-২৫) গভীর রাতে নাসির কে গ্রেফতার করে রবিবার আদালত হাজির করলে মহামান্য আদালত তাকে জেল হাজতে পাঠানোর নিদেশ দেন।
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
