একুশে পদক পেলেন অভ্র’র প্রতিষ্ঠাতা মেহেদী হাসান খান

সরকার তৌহিদ (বিশেষ প্রতিনিধি) :

২০২৫ সালে মেহেদী হাসান খান একুশে পদক পেয়েছেন। বাংলা ভাষার ডিজিটাল বিপ্লবে তার অসামান্য অবদানের জন্য তিনি এই সম্মাননা লাভ করেন। বিশেষ করে, অভ্র কীবোর্ডের আবিষ্কারক হিসেবে তিনি বাংলা লেখাকে সহজতর ও উন্মুক্ত করেছেন।

মেহেদী হাসান খান ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র থাকাকালীন অভ্র কীবোর্ড তৈরি করেন। ২০০৩ সালের ২৬ মার্চ এটি প্রথমবারের মতো উন্মুক্ত করা হয়। এর স্লোগান ছিল ‘ভাষা হোক উন্মুক্ত’।

তার এই অবদানের স্বীকৃতি হিসেবে, ২০২৫ সালে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে একুশে পদক প্রদান করা হয়।

এছাড়া, ২০১১ সালে তিনি তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য বেসিস পুরস্কার পান।

মেহেদী হাসান খানের এই সম্মাননা প্রাপ্তি বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় তার অবদানকে আরও সুপ্রতিষ্ঠিত করেছে।

বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like