শহীদ রিজভীর স্মরণে ইবি ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী

ওবাইদুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:
২৪ এর জুলাই-গণঅভ্যুথানে শহীদ হওয়া শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। এতে সংগঠনটি সাধারণ ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন সংলগ্ন বটতলায় সংগঠনটি এ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নূর আলম সহ ছাত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, যেহেতু ভাষার মাস চলছে, তাই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের পক্ষ থেকে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে আমরা আলোকচিত্র প্রদর্শনের আয়োজন করেছি। এখানে মূলত প্রাচীন বাংলার জনপদ থেকে শুরু করে, ব্রিটিশ পিরিয়ডের ,১৯৪৭ এর সময়ের, বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২৪ এর অভ্যুত্থানের বেশকিছু ছবি আমরা প্রদর্শণ করেছি, যাতে দর্শনার্থীরা এসে নতুন করে সঠিক ইতিহাস জানতে পারে এবং চর্চা করতে পারে, এটাই আমরা প্রত্যাশা করি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, আলোকচিত্র প্রদর্শনীতে ৪৭ থেকে ২৪ এর ইতিহাস স্থান পেয়েছে। আমি ২৪ এর জুলাই বিপ্লবের ছবিগুলো দেখে মর্মাহত হয়েছি। ছবিগুলোর ভাষা বলে দেয়- কিভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতৃত্বে ছাত্রজনতার উপর যে দুর্বিষহ অত্যাচার নির্যাতন চালিয়েছিলো।

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

You might like