শ্যামনগরে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :

শিশুদের জন্য গণমাধ্যম সচেতনতা ও সাংবাদিকতা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

শুক্র ও শনি(১৬-১৭ মে) সাতক্ষীরার শ্যামনগর একশন এইডের প্রজক্টে অফসিে দুইদিন ব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় তৃণমূল শিশু সাংবাদিক দলের সদস্য ১৮ জন শিশু অংশ গ্রহণ করেন। যার মধ্যে পুরুষ মাত্র দুই জন ও বাঁকীরা মেয়ে শিশু।

একশনএইড বাংলাদেশ এলআরপি-৫৪ এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে শুভেচ্ছা ও সমাপনী বক্তব্য প্রদান করেন এলআরপি কো-অর্ডিনেটর আব্দুল কাইয়ূম।

দুইদিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন এবং প্রশিক্ষণ সেশনটি সঞ্চালনা করেন একশনএইড-এর স্পন্সরশীপ ও নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাস।

প্রশিক্ষণে সংবাদ ও সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ লেখার কৌশল, শিশুরা কিভাবে সাংবাদিক হতে পারে, ফিচার ও সাক্ষাৎকার লেখার পদ্ধতি, ছবি ও ভিডিও সাংবাদিকতার মৌলিক কৌশল, এবং টেলিভিশন ও নতুন মিডিয়ার ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক অনুশীলন অনুষ্ঠিত হয় ।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিশু সাংবাদিক সূচনা বিশ^াস, পাওয়েল মন্ডল প্রমুখ।

শনি বার, ১৭ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like