

নিউজ ডেস্ক
বাংলা একাডেমি সংস্কারের বিষয়ে ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপস্থিতি “আশানুরূপ না হওয়ায়” সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুর ২টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।
জানা গেছে, নির্ধারিত সময়ে মাত্র পাঁচজন সাংবাদিক হাজির হন। ফলে আরও প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করা হয়। কিন্তু তখনও আর কেউ না আসায় সেটি স্থগিতের ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
এর আগে, ওই সংবাদ সম্মেলনটি গত বৃহস্পতিবার দুপুর ২টায় হওয়ার কথা ছিল। তবে সেদিন “অনিবার্য” কারণ দেখিয়ে অনুষ্ঠান স্থগিতের কথা জানায় বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ।
অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, দুপুর ২টার দিকে মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাংলা একাডেমি সংশ্লিষ্ট কর্মকর্তারা কয়েক মিনিট পর পর এসে সভাকক্ষে সাংবাদিকদের উপস্থিতি দেখে তথ্য দেন উপদেষ্টার দপ্তরে। দুপুর আড়াইটায় বাংলা একাডেমির মহাপরিচালক জনাপাঁচেক সাংবাদিকের উদ্দেশে বলেন, “সংবাদ সম্মেলন শুরু হবে দুপুর ৩টায়।” পরে ৩টায়ও সাংবাদিকের উপস্থিতি না বাড়ায় আধা ঘণ্টা পর এসে সংবাদ সম্মেলন স্থগিত করার ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক।
এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আজম বলেন, “সাংবাদিক উপস্থিতি আশানুরূপ না হওয়ায় আজকেও দ্বিতীয়বারের মত সংবাদ সম্মেলনটি স্থগিত করতে হচ্ছে। পরে নতুন তারিখ ঠিক হলে, তা সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।”
সংস্কৃতি বিটের সাংবাদিকরা জানিয়েছেন, এ অনুষ্ঠানের ব্যাপারে তথ্য পাননি বেশিরভাগ সাংবাদিক।
শনি বার, ২৪ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
