

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
সুভাষ ওরফে হুন্দুল(৩৬)কে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। তিনি সরিষাবাড়ী উপজেলার নলসন্ধ্যা গ্রামের মৃত ফজলুল হক ওরফে ফজল মেম্বার এর ছেলে।

শনিবার (২৪ মে) দুপুর সাড়ে তিনটায় জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্ ) মোঃ সোহেল মাহমুদ পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, শনিবার রাত ৩ টা ২৫ মিনিটে সরিষাবাড়ী উপজেলার নলসন্ধ্যা গ্রামের হেলাল উদ্দিনর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে আসামি সুভাষ ওরফে হুন্দুলকে গ্রেফতার ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির ৫৫০০ টাকা উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)এর সারণির ১০(ক) ধারায় মামলা দায়েরের পর শনিবার সকালেই আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে ২০২২ সালের ২১ অক্টোবর ১৪৩/ ৩৪১ /৩২৩ /৩২৪ /৩০৭/ ৩০২/ ১১৪/ ৫০৬(২) ৩৪ ধারা ( মামলা নং-২১), নাটোর জেলার বড়াইগ্রাম থানার জিআর ২৮৭/২২ধারা :৩৭৯/৪১১দন্ডবিধি,টাঙ্গাইল জেলার সখিপুর থানার মামলা নং ০৩তারিখ ০৪/০২/২০ইং ধারা :৩৭৯দন্ডবিধি,ঢাকা জেলার আশুলিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)সারণির ১০(ক) ধারায় মামলা নং ৪৮ (১০)২০২০ রয়েছে।
শনি বার, ২৪ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
