ঈদুল আযহার দুটি নাটকে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং সংগীত শিল্পী সুমন মাহমুদ

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
এবারের ঈদ অনুষ্ঠানমালায় দুটি নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং সংগীত শিল্পী সুমন মাহমুদ। ঈদ বিশেষ ধারাবাহিক নাটক স্মার্ট বউ এবং ওই সুন্দর আনন্দপুর নামক দুটি নাটক প্রচার হবে দেশের স্বনামধন্য স্যাটেলাইট টিভি চ্যানেলে। দুটি নাটকই পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্যকার এবং পরিচালক অঞ্জন আইচ। স্মার্ট বউ নাটকটিতে সুমন মাহমুদের বিপরীতে অভিনয় করেছেন লাক্স তারকা সোমা আফরোজ এবং স্মার্ট বউ চরিত্রে অভিনয় করেছেন জেরিন কাশফী রুমা।

নাটকগুলোতে আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, আহসান হাবীব নাসিম, ফারুক আহমেদ, রেবেকা রউফ, সাঈদ মোহাম্মদ সোহেল, সাঈদ মিলকী, তারিক স্বপন, মাহবুব সহ আরো অনেকে।

নাটক গুলো সম্পর্কে সুমন মাহমুদ বলেন, দুটি নাটকের গল্প সম্পূর্ণ ভিন্ন ধরনের, একটি নাটক রম্য ধাঁচের অপরটি সম্পূর্ণরূপী সিরিয়াস গল্পনির্ভর। দুটি নাটকেই মানসম্মত বিনোদন বজায় রেখে সমাজের নিত্য ঘটে যাওয়া ঘটনার বিষয় উল্লেখ করা সহ শিক্ষনীয় বিষয় নিয়ে পরিসমাপ্তি হয়েছে। আশা করি দর্শকদের মন জয় করবে।

উল্লেখ্য: চলচ্চিত্র অভিনেতা এবং সংগীত শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন সুমন যিনি বিনোদন জগতে সুমন মাহমুদ নামে পরিচিত। অভিনয় এবং সঙ্গীত চর্চার পাশাপাশি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার একজন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

বুধ বার, ০৪ জুন ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like