মান্দায় ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণবন্ত অংশগ্রহণ

বিশেষ প্রতিনিধি (মান্দা নওগাঁ):

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মান্দা উপজেলা শাখার উদ্যোগে আজ কামারকুড়ি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আাজ ৯ জুন ২০২৫ (সোমবার) সকাল ১১টায় পুনর্মিলনী ও বিকাল ৩টায় সাংস্কৃতিক আয়োজন—উভয় পর্বেই ইসলামী ছাত্রশিবিরের সাবেক সাথী কর্মীসহ , তরুণ সমাজ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

অন্ধ উপজেলা জামাতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব, কেন্দ্রীয় শুরা সদস্য ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, নওগাঁ জেলা শাখা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সহানুভূতি ও ইসলামী মূল্যবোধের এক মহান প্রতীক। ঈদের এই পবিত্র উপলক্ষে আমাদের উচিত সমাজে সম্প্রীতি, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আরও সক্রিয় হওয়া। জামায়াতে ইসলামীর দাওয়াতি ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে আমরা একটি নৈতিক ও আদর্শ সমাজ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ধরনের ঈদ পুনর্মিলনী আমাদের পারস্পরিক সম্পর্ককে দৃঢ় করে এবং ইসলামী আন্দোলনের ভিত্তিকে মজবুত করে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল মালেক, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া শহর।

তিনি বলেন, “ইসলামী আন্দোলন শুধু রাজনীতি নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। আমাদের প্রতিটি কর্মসূচি, এমনকি আনন্দঘন আয়োজনও একটি দাওয়াতি মাধ্যম। আজকের এই অনুষ্ঠান আমাদের ঐক্য ও দায়িত্ববোধকে স্মরণ করিয়ে দেয়।”

 অধ্যাপক শাহাদৎ হোসাইন, সহকারী সেক্রেটারী, রাজশাহী মহানগর। তিনি বলেন, “ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। এ ধরনের মিলনমেলা ইসলামী সমাজ গঠনের পথে সহায়ক ভূমিকা রাখে।”

অধ্যাপক মাওলানা মোস্তফা আল-আমিন, জেলা কর্মপরিষদ সদস্য, নওগাঁ। তিনি বলেন, “আজকের এই অনুষ্ঠান কেবল আনন্দের নয়, এটি ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমাদের প্রতিটি আয়োজনেই ইসলামী দাওয়াত ও সমাজ উন্নয়নের বার্তা থাকতে হবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাঃ মাওলানা মোঃ আমিনুল ইসলাম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মান্দা উপজেলা শাখা।

সকালবেলা ঈদ পুনর্মিলনী এবং বিকালে শুরু হওয়া মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় শিল্পীরা ইসলামী সংগীত, আবৃত্তি, নাট্য প্রতিযোগিতা উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের গভীরভাবে আকর্ষণ করে।

দিনব্যাপী এই আয়োজন ঈদের আনন্দকে আরও গভীর করে তোলে এবং সমাজে দাওয়াতি চেতনা ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

সোম বার, ০৯ জুন ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like