

তথ্য প্রযুক্তি কণ্ঠ ডেস্ক :
বাংলাদেশে অনলাইনে প্রাপ্তবয়স্কদের জাতীয় পরিচয়পত্র (NID) পেতে হলে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করে আবেদন করতে হয়। এটি নতুন ভোটারদের জন্য প্রযোজ্য, যারা ১৮ বছর বা তার বেশি বয়সী।

অনলাইনে NID পাওয়ার ধাপসমূহ
১. ওয়েবসাইটে প্রবেশ করুন:
[Bangladesh NID Application System](http://services.nidw.gov.bd/nid-pub/?locale=en) ওয়েবসাইটে যান
২. অ্যাকাউন্ট তৈরি করুন:
– “Apply for a National ID” অপশন সিলেক্ট করুন
– আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন
– মোবাইলে OTP কোড আসবে, সেটি দিয়ে ভেরিফাই করুন
৩. আবেদন ফর্ম পূরণ করুন:
– ব্যক্তিগত তথ্য, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পিতামাতা ও স্বামী/স্ত্রীর তথ্য দিন
– ছবি ও হাতের ছাপ (Fingerprint) দিতে হবে নির্ধারিত বুথে গিয়ে
৪. আবেদন জমা দিন:
– অনলাইন ফর্ম সাবমিট করার পর একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন
– এটি দিয়ে পরবর্তীতে NID কার্ড ডাউনলোড করা যাবে
৫. NID কার্ড ডাউনলোড:
– ছবি ও বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার পর নির্বাচন কমিশন যাচাই করে
– যাচাই শেষে আপনি [এই লিংক] (https://qnabangla.com/nid-card-download) থেকে NID কার্ড ডাউনলোড করতে পারবেন
প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র
– জন্ম সনদ বা SSC সার্টিফিকেট
– পিতামাতা বা স্বামী/স্ত্রীর NID নম্বর
– মোবাইল নম্বর (OTP ভেরিফিকেশনের জন্য)
– ছবি ও হাতের ছাপ (বায়োমেট্রিক)
গুরুত্বপূর্ণ নির্দেশনা
– ১৮ বছর পূর্ণ না হলে আবেদন গ্রহণযোগ্য নয়
– একাধিকবার আবেদন করলে NID বাতিল হতে পারে
– তথ্য ভুল থাকলে পরে “Correction” অপশন দিয়ে সংশোধন করা যায়
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫











