ভাঙা ঘর : রাকিবুল ইসলাম রাহান

ঐ আকাশে মেঘ জমেছে রক্তের ঐ রঙে,
ধ্বংসের সুর বাজছে কেবল মানব-অনুরাগে।
ঘর ভেঙেছে, ছাদ উড়েছে ঘুম ভেঙেছে রাতে, বাবার হাতটি নেই যে আর শিশুর কচি হাতে।

কিসের তরে এই হানাহানি কিসের এত রোষ? ভুলবো কবে মানুষ হয়ে মনের যত দোষ।
যুদ্ধ কেবল কেড়ে নিল হাসি আর আলো,
মিথ্যে অহং ভুলে কি আর ফিরবে দিন ভালো?

আলোর রেখা আসুক নেমে ভুল ভাঙুক আজ,
হিংসা ভুলে সবাই মিলে গড়ুক নতুন তাজ।
ক্ষমা দিয়ে মুক্তি পাক সব হারানো প্রাণ,
দুঃখ মুছে বিশ্বজুড়ে উঠুক জয়গান।

শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like